মনজু বিজয় চৌধুরী॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
যুবলীগ মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে রোববার বিকেলে শহরের পৌরজনমিলন কেন্দ্রে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম জোয়ার্দার সৈকত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-রাজনগর- ৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ। কেন্দ্রীয় যুবলীগের উপ মহিলা সম্পাদিকা সৈয়দা সানজিদা মহসীনের সঞ্চালনায় তারুণ্যের জয়যাত্রা সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. খালেদ শওকত আলী।  এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, জেলা আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট গৌছ উদ্দিন নিক্সন,সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রুমেল আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হোসেন ওয়াহিদ সৈকত প্রমুখ ‍। এই সমাবেশে মৌলভীবাজার জেলা, সকল উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতাকর্মিরা অংশ গ্রহন করেন।
বঙ্গবন্ধুর বাংলাদেশকে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে তরুনদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বক্তারা। এছাড়া সকল ষঢ়যন্ত্র মোকাবিলা করে জনগনকে সাথে নিয়ে আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে কাজ করার আহবান জানানো হয় সমাবেশে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *