কমলগঞ্জে এক হাজার গাছের চারা রোপণ

প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৩

কমলগঞ্জে এক হাজার গাছের চারা রোপণ

ডায়াল সিলেট ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষায় সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ১ হাজার বিভিন্ন জাতের বৃক্ষরোপণ করা হচ্ছে।

সোমবার ১০ জুলাই সকালে এর অংশ হিসেবে কমলগঞ্জ উপজেলার কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন করেন কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম  মোসাদ্দেক আহমেদ মানিক।

এ সময় কমলগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো: রইছ আল রেজুয়ান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার পারভিন, কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক মৌলভীবাজার শাখার ব্যাবস্থাপক মোঃ সাহাব উদ্দিন মাহবুব, ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীগনসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

0Shares