শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৩

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত

ডায়াল সিলেট ডেস্ক: শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হয়েছেন।

সিলেট রেঞ্জ কর্তৃক আয়োজিত এপ্রিল ২০২৩ থেকে জুন ২০২৩ পর্যন্ত ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় অনুদঘাটিত (ক্লু লেস) মামলার রহস্য উদঘাটনে বিশেষ অবদান রাখায় শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম-কে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত করা হয়েছে।

সোমবার ১০ জুলাই শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের হাতে পুরস্কার হিসেবে সম্মাননাপত্র ও নগদ অর্থ তুলে দেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম সেবা।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) নাবিলা জাফরিন রিনা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস) এমএ জলিল, মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়াসহ সিলেট রেঞ্জের পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।

0Shares