উপশহরে আগুন

প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৩

উপশহরে আগুন

সিলেট মহানগরীর উপশহর ই ব্লক মেইন রোডে বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

 

বিষয়টি নিশ্চিত করেন সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. মনিরুজ্জামান।

এসময় স্থানীয়দের মধ্যে ভীতির সৃষ্টি হয়।

 

ফায়ার সার্ভিস জানায়, বুধবার (১২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপশহর ই ব্লকের একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার থেকে বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট অল্প সময়ের মাঝেই আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কিছু বৈদ্যুতিক তার পুড়ে গেলেও বড় ধরণের ক্ষয়ক্ষতি হয়নি।

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ