মনজু বিজয় চৌধুরী। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং গ্রেফতারী ও সাজা পরোয়ানা তামিল সংক্রান্তে পুলিশি অভিযান উপলক্ষ্যে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী এর সার্বিক তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক(তদন্ত)  মোঃ মশিউর রহমান এর দিক নির্দেশনায় মৌলভীবাজার সদর মডেল থানার একাধিক বিশেষ অভিযানিক টিম সহ অন্যান্য অফিসার ও ফোর্সের সহায়তায় থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়।

 ১২জুলাই ১ বছরের সাজপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা এবং একটি সিআর পরোয়ানাভুক্ত আসামী আল আমিন, পিতা-মৃত নুর মিয়া, সাং-জগন্নাথপুর, থানা ও জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

 ১২জুলাই  মৌলভীবাজার সদর মডেল থানাধীন গিয়াসনগর ইউপিস্থ মৌলভীবাজার টু শ্রীমঙ্গল রোডে আকবরপুর সাকিনে মৌলভী চা বাগানে প্রবেশের মুখে রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ আলমগীর হোসেন(৪০), ২। আব্দুর রহিম প্রকাশ বাদশা(২৯), ৩। রিপন মিয়া(৪০) দের হেফাজত হইতে ১০০০ (একহাজার) লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় এসআই(নিঃ)/মোঃ ইমতিয়াজ সরকার বাদী হইয়া এজাহার দায়ের করিলে অত্র থানার মামলা নং-০৮(০৭)২০২৩, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারণী ২৪(গ) রুজু করা হয়।

তাছাড়া অন্য আরেকটি বিশেষ অভিযানিক টিম  ১২জুলাই  রাত ২২.১০ ঘটিকার সময় মৌলভীবাজার সদর মডেল থানাধীন গিয়াসনগর ইউপিস্থ মৌলভী চা বাগানে জনৈক সুভাষ এর বসত বাড়ীর সামনে পুকুরের দক্ষিন পাড়ে জুয়া খেলারত অবস্থায় আসামী ১। মস্তাই মিয়া(৪০), ২। মোঃ আব্দুল আজিজ(৩৮), ৩। মোঃ দুলাল মিয়া(৩০) অবৈধভাবে জুয়া খেলার অপরাধে গ্রেফতার করা হয়। উক্ত বিষয়ে এসআই(নিঃ)/মোঃ জাকির হোসেন রুবেল বাদী হইয়া এজাহার দায়েল করিলে অত্র থানার মামলা নং-১০(০৭)২০২৩, ধারা-৩/৪ ঞযব ঢ়ঁনষরপ এধসনষরহম রুজু করা হয়। উপরোক্ত মামলাগুলো রুজু পূর্বক আসামীদেরকে বিধি মোতাবেক যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

 মৌলভীবাজার পুলিশ সুপার, এর প্রত্যক্ষ তত্ত্ববধানে থানা এলাকায় চুরি, ডাকাতি প্রতিরোধ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার নিমিত্তে “টিম মৌলভীবাজার সদর মডেল থানা” পুলিশ বদ্ধপরিকর। বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত আছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *