প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক: মৌলভীবাজার জেলার জুড়ী থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জাম এবং নগদ টাকাসহ ৫ জুয়ারিকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ (১৬ জুলাই) দুপুরে জুড়ী থানার এসআই মোস্তফা কামালের নেতৃত্বে এএসআই মহিউদ্দিন ভূঁইয়া, এএসআই আব্দুল হকসহ পুলিশের একটি টিম পশ্চিম জুড়ী ইউনিয়নের কৃষ্ণনগর ধামাই চা বাগানের ৭ নম্বার লাইনের টিলার নিচে অভিযান পরিচালনা করে ৫ জনকে আটক করে। আটককৃতরা ব্যক্তিরা হলেন: ১। মোঃ আব্দুর রহিম (৩৯), পিতা- মোঃ রহমান আলী, সাং-উত্তর বড়ডহর,থানা- জুড়ী,জেলা- মৌলভীবাজার। ২।আকতার হোসেন(৩৮), পিতা-মৃত নুরু হোসেন, সাং- হরিরামপুর,থানা- জুড়ী,জেলা- মৌলভীবাজার ৩।মোঃ লুকুম আলীম (৫৫), পিতা- মৃত মোহাম্মদ হোসেন, সাং- বংশিপা, থানা-আজমেরিগঞ্জ, জেলা- হবিগঞ্জ A/P- জাঙ্গীরাই, থানা- জুড়ী, জেলা- মৌলভীবাজার। ৪। রইছ আলী(৩৬), পিতা- মৃত হোসেন আলী,সাং-কাকুয়া, থানা- মিঠামইন,জেলা-কিশোরগঞ্জ A/P- কন্টিনালা,থানা- জুড়ী,জেলা- মৌলভীবাজার। ৫। ধনখাঁ(৫৫), পিতা- মোঃ মনফর খাঁ,সাং- বংশিপা,থানা- আজমিরিগঞ্জ, জেলা- হবিগঞ্জ। A/P- হরিরামপুর,থানা- জুড়ী, জেলা- মৌলভীবাজার। এসময় আটককৃত ব্যক্তিদের হেফাজত থেকে জুয়া খেলায় ব্যবহৃত দুই বান্ডেল তাস এবং নগদ ৩৫৪০/- টাকা জব্দ করা হয়। এ ঘটনায় ১৮৬৭ সনের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় জুড়ী থানায় একটি মামলা রুজু প্রক্রিয়া চলছে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech