মনজু বিজয় চৌধুরী॥  “আমার আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত শহর গড়ি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে দেশব্যাপি ডেঙ্গু জ¦রের প্রার্দুভাব বেড়ে যাওয়ায় মৌলভীবাজার পৌরসভার আয়োজনে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক কর্মকান্ডের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক কর্মকান্ডের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
মৌলভীবাজার পৌরসভা মেয়র মোঃ ফজলুর রহমান এর সভাপতিত্বে এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো মহসিন, জেলা সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, মৌলভীবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিবার্হী প্রকৌশলী মোঃ খালেদুজ্জামান প্রমূখ।
এর আগে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা মূলক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক সংবাদ মিডিয়ার সদস্যরা সহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক  ড. উর্মি বিনতে সালাম বলেন, আমাদের আশেপাশের চারিদিক সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে করে ডেঙ্গু মশা না জন্মায় ও তিনদিনের জমা পানি ফেলে দিতে হবে না হলে তাতে ডেঙ্গু মশা বংশ বিস্তার করবে। এবং রাতে ঘুমানোর আগে ভাল করে মশারি টাঙাতে হবে ও শিশুদের প্রতি খেয়াল রাখতে হবে।  সারা দেশে এডিস মশার বিস্তার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিককালে ডেঙ্গু রোগীর আক্রান্তের হার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে।সরকারি/বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যাও বেড়েছে।এ অবস্থা থেকে উত্তরণের জন্য সবার জনসচেতনতা বৃদ্ধি আবশ্যক।
জ্বরের শুরুতে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্র থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষাসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহন করুন।বাসার ভেতরে ও চারপাশে, নির্মাণাধীন ভবন,শিক্ষাপ্রতিষ্ঠান সহ ভবনের বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ করুন এবং পরিষ্কার রাখুন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *