মনজু বিজয় চৌধুরী॥ জার্মান স্পেশাল অলিম্পিক ২০২৩ এ ব্লুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মৌলভীবাজার এর চারজন শিক্ষার্থীর স্বর্ণপদক জয় উপলক্ষে জেলা প্রশাসন মৌলভীবাজার এবং জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আজ সোমবার (১৭ জুলাই জেলা শিল্পকলা একাডেমিতে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমেদ ।
এ সময় তিনি বলেন, এই চার বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু যারা বিদেশের মাটিতে স্বর্ণপদক জয় করল তারা মৌলভীবাজারে গর্ব। তারা দেখিয়ে দিল যে কোনো ধরনের প্রতিবন্ধকতাই তাদের ভিতরের মেধাশক্তি তে আটকে রাখতে পারে নাই তিনি আরো বলেন ব্লুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের পরিচালক ডিডি রায় বাবলুর পরিশ্রমের ফসল এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা আরো সামনের দিকে এগিয়ে যাবে।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুর্দশন কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) প্রভাংশু সোম মহান, জেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান, পৌরসভার মেয়র মোঃ আলহাজ ফজলুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানের শেষাংশে ব্লুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মৌলভীবাজার এর চারজন শিক্ষার্থীর হাতে অতিথিরা জেলা প্রশাসন মৌলভীবাজার এবং জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে উপহার ও নগদ অর্থ প্রদান করা হয়।
বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।পরিশেষে ব্লুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় এর শিক্ষার্থীদের পরিবেশনায় নৃত্য পরিবেশিত হয়।