ডায়াল সিলেট ডেস্ক: রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ এফ এম মৌলভীবাজার এর আয়োজনে আজ বুধবার (১৯ জুলাই) দূঘর শ্রীমতি উচ্চ বিদ্যালয়ে তথ্য ও সচেতনতামূলক বহিরাঙ্গন অনুষ্ঠান ‘রঙিন ক্যাম্পাস’ অনুষ্ঠিত হয়েছে।রেডিও পল্লীকণ্ঠের প্রোগ্রাম প্রডিউসার আল-আমীনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূঘর শ্রীমতি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অজয় কুমার সূত্রধর,সহকারী শিক্ষক প্রীতি রানী পাল,নজমুল খান,অফিস সহকারী অনুপম দেব,রেডিও পল্লীকণ্ঠের নিউজ প্রডিউসার পলি রানী দেবনাথ,শিপন দেব,অফিস সহকারি আরিফ হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রী বৃন্দ।

বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গান,কবিতা আবৃত্তি,কৌতুক,নাটক পরিবেশন করে।পাশাপাশি অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের নিয়ে “মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ,বাল্যবিবাহ এবং মৌলভীবাজার জেলার ইতিহাস” বিষয়ে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
শেষে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।
অনুষ্ঠানটি রেডিও পল্লীকণ্ঠের স্টুডিও ও ফেইজবুক পেইজ (www.facebook.com/radiopollikontho) থেকে সরাসরি সম্প্রচার করা হয়।
এ সময় দূঘর শ্রীমতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, ‘রঙিন ক্যাম্পাস’ অনুষ্ঠানটা খুবই ভালো লেগেছে।আশা করি এ ধরনের অনুষ্ঠান আরোও হবে।‘রঙিন ক্যাম্পাস’ অনুষ্ঠান প্রচারিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন উক্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *