ডায়াল সিলেট ডেস্ক: মৌলভীবাজারে কমলগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৫ জুলাই) বেলা ১১ টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ব্যাংক সিলেট অফিস এর আয়োজনে ও সোনালী ব্যাংক লি. কমলগঞ্জ শাখার সহযোগিতায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রইছ আল রেজুয়ান।সোনালী ব্যাংক লিমিটেড কমলগঞ্জ শাখার অফিসার মোজাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক মৌলভীবাজার প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সমীর কুমার বিশ্বাস, রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট অঞ্চলের যুগ্ম পরিচালক মো. জামাল উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আবু সালেহ মোহাম্মদ আরিফ চৌধুরী, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদার, ৭নং আদমপুর ইউপি চেয়ারম্যান আব্দাল হোসেন, প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়।অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দকে ফুলদিয়ে বরণ করেন সোনালী ব্যাংক লিমিটেড কমলগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. মুজিবুর রহমান। অনুষ্ঠানে জালনোট চিহ্নিত ও প্রতিরোধ সম্পর্কে সচেতনতা করা হয় অনুষ্ঠানে সাংবাদিক, বিভিন্ন ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ীসহ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *