ডায়াল সিলেট ডেস্ক: মৌলভীবাজার সদর উপজেলার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের চলমান শিক্ষক আন্দোলনের বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) বিকাল পৌনে ৫টায় শহরের শাহ্ মোস্তফা চাইনিজ রেষ্টুরেন্টে বাউরবাগ রমিজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় চলমান শিক্ষক আন্দোলনের নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সাধুহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিনাশ দে, মনুমখ পি.টি.আই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবজীবন গোস্বামী,ভাদগাঁও তাহেরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, আজমনি বহুপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌলুদ আহমদ, জয়গুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ রুপিয়ান,
হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তমাল কান্তি দেব, পদুনাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জল কুমার ধর, কাজিরবাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দীপক বাবু, ভাদগাঁও তাহেরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক। এছাড়াও বক্তব্য রাখেন শিক্ষক নেতা নাজমুল হাসান, তাজুল ইসলাম, আমতৈল উচ্চ বিদ্যালয়ের পক্ষে প্রতিনিধি মোঃ শাহনেওয়াজ।
পারিবারিক অসুবিধার কারণে ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম চৌধুরী ও নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার উপস্থিত হতে পারেন নি। তবে তারা সভার গৃহিত সিদ্ধান্তের সাথে একমত থাকবেন বলে জানান।
বক্তারা বলেন, বর্তমান শিক্ষাবান্ধব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষার উন্নয়নে গৃহীত নানামুখী কর্মসূচি প্রশংসার দাবীদার। যা কিছুই হোক, শিক্ষার্থীদেরকে জিম্মি করে ক্লাস বর্জন বা কর্মবিরতি কর্মসূচিতে অংশগ্রহণ করা ঠিক নয়। কারণ, এটি মহান শিক্ষকতা পেশার সাথে মানায় না।
সভায় আলোচনান্তে তারা, এম.পি.ও ভুক্ত শিক্ষকদের জাতীয়করণ সহ শিক্ষকদের যৌক্তিক দাবী-দাওয়া নিয়ে সরকারের দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়নে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করণে স্থানীয় সংসদ সদস্যের সাথে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেন।
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *