বড়লেখায় এসএসসিতে জিপিএ ৫ পেয়েছে ১২৯ জন ও দাখিলে ৫

প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ, জুলাই ২৯, ২০২৩

বড়লেখায় এসএসসিতে জিপিএ ৫ পেয়েছে ১২৯ জন ও দাখিলে ৫

ডায়াল সিলেট ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় চলতি বছরের এসএসসি পরীক্ষায় ৩ হাজার ৭৩১ পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ২ হাজার ৬৪১ জন। পাশের হার ৭০ দশমিক ৭৮ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১২৯ জন শিক্ষার্থী। এর মধ্যে আরকে লাইসিয়াম স্কুলের শিক্ষার্থীরা বরাবরের মতো চমক দেখিয়েছে। এই স্কুলের ৫৩ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়ে সাফাল্যের ধারা অব্যাহত রেখেছে।অন্যদিকে কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ১১১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ১০০ জন। পাশের হার ৯০ দশমিক ০৯ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৩০ জন।এছাড়া মাদ্রসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৬৮৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৩৬৭ জন। পাশের ৫৩ দশমিক ৩৪ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৫ জন শিক্ষার্থী।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম শুক্রবার (২৮ জুলাই) সন্ধ্যায এসব তথ্য জানিয়েছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেট শিক্ষাবোর্ডের অধীনে আরকে লাইসিয়াম স্কুলের ৫৩ জন, পিসি মডেল উচ্চ বিদ্যালয়ের ১২ জন, কলাজুরা হাজী আপ্তাব মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ১০ জন, হাকালুকি উচ্চ বিদ্যালয়ের ৯ জন, দক্ষিণভাগ নবীন চন্দ্র মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের ৯ জন, দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের ৭ জন, নারীশিক্ষা একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ জন, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৬ জন,  ইটাউরী হাজী ইউনুছ মিয়া মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের ৬ জন, কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের ৪ জন, ছোটলিখা উচ্চ বিদ্যালয়ের ২ জন, ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের ২ জন, শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের ২ জন,  ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের ১ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। এছাড়া কারিগরিতে কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের ১৭ জন, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ জন, পিসি মডেল উচ্চ বিদ্যালয়ের ২ ও এবাদুর রহমান চৌধুরী ট্যাকনিকেল কলেজের ১ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। অন্যদিকে বড়লেখা মুহাম্মদিয়া ফাজিল মাদ্রাসার ৪ জন ও চান্দগ্রাম আনোয়ারুল উলুম ফাজিল মাদ্রাসার ১ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।

0Shares