মৌলভীবাজারের রাজনগরে সিএনজি শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলা অটো টেম্পু সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এর অন্তর্ভূক্ত রাজনগর উপজেলা শাখার আওতাধীন রাজনগর সদর গ্রুপ কমিটির দ্বিবার্ষিক এ নির্বাচনে শ্রমিকদের পরোক্ষ ভোটে সভাপতি পদে মোঃ জামাল মিয়া ও সাধারণ সম্পাদক পদে দুরুদ মিয়া নির্বাচিত হন।
রাজনগর সিএনজি শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, জেলা অটো টেম্পু সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (২৩৫৯) এর অন্তর্ভূক্ত রাজনগর সদর গ্রুপ কমিটির ১১টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ মোট ৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে ৬৩৭ জন ভোটারের মধ্যে ৫৫৩ জন ভোট প্রয়োগ করেন। শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে ২জন, সহ সভাপতি পদে ২জন, যুগ্ম সম্পাদক পদে ২জন ও সাংগঠনিক সম্পাদক পদে ২জন প্রতিদ্বন্দ্বিতা করেন। বাকি ৬টি পদে বিনা প্রতিদ্ব›িদ্ধতায় ৬জন নির্বাচিত হন। নির্বাচনের দিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে উৎসব মুখর পরিবেশে শ্রমিকরা ভোট প্রদান করেন।
নির্বাচিতরা হলেন, সভাপতি- মোঃ জামাল মিয়া, সহ সভাপতি- মোঃ হাসান আল মামুন, সাধারণ সম্পাদক- দুরুদ মিয়া, যুগ্ম সম্পাদক- লিটন মিয়া, সাংগঠনিক সম্পাদক-আনোয়ার মিয়া। বিনা প্রতিদ্ব›িদ্ধতায় নির্বাচিতরা হলেন, প্রচার সম্পাদক কায়েস মিয়া, অর্থ সম্পাদক দিনার মিয়া, দপ্তর সম্পাদক মোঃ আল আমীন এবং সদস্য ৩জন হলেন তারেক আহমদ, জাহাঙ্গীর মিয়া ও নূরুল ইসলাম।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *