ঢাকা ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
কমলগঞ্জ থানা পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার
প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৩
মনজু বিজয় চৌধুরী॥ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানা, কুরমা ইমিগ্রেশন চেকপোস্ট ও শমসেরনগর ফাঁড়ি পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোঃ মনজুর রহমান, পিপিএম (বার) ।
শনিবার ২৯ জুলাই দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার মোঃ মনজুর রহমান, পিপিএম (বার) কমলগঞ্জ থানা পরিদর্শনে পৌঁছালে শুরুতেই কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে থানা প্রাঙ্গণে পুলিশ সুপার মোঃ মনজুর রহমান, পিপিএম (বার) কে কমলগঞ্জ থানার একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার কমলগঞ্জ থানার আয়োজনে কমলগঞ্জ থানার অফিসার ফোর্সদের সাথে কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
মাননীয় পুলিশ সুপার থানা পরিদর্শনকালে থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মামলা তদন্ত, প্রশাসনিক কার্যক্রম, অনলাইন জিডি এবং পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলার বিষয়ে থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য সকল পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও পুলিশ সদস্যদের কল্যাণ, বিট পুলিশিং, সরকারি গাড়ি ব্যবহার, সঠিকভাবে পোশাক পরিধান করা, আইনানুগ নিয়মনীতি অনুসরন করার নির্দেশনাসহ থানা কম্পাউন্ড পরিস্কার রাখা, থানা ব্যারাক ও আশপাশ এলাকা পরিস্কার রাখার নির্দেশনা প্রদান করেন।
সর্বোপরি থানায় আগত সেবাপ্রার্থীদের সর্বোচ্চ পুলিশি সেবা প্রদানে থানার সকল অফিসার-ফোর্সের প্রতি আহবান জানান।
কমলগঞ্জ থানার পাশাপাশি পুলিশ সুপার কমলগঞ্জ থানাধীন শমশেরনগর পুলিশ ফাঁড়ি এবং কুরমা ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন, নথিপত্র পর্যালোচনা করেন এবং দায়িত্বরত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।