ডায়াল সিলেট ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মাঝে এককালীন আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। রোববার (৩০ জুলাই) দুপুরে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত `জিটুপি` পদ্ধতিতে শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের ৫০৩ জন উপকারভোগীর মাঝে নগদ ৫ হাজার টাকা করে মোট ২ কোটি ৫১ লক্ষ ৫ হাজার টাকার এককালিন নগদ অর্থ বিতরণ করা হয়।