মৌলভীবাজারে এলজিইডির আয়োজনে শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা সংক্রান্ত সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৩

মৌলভীবাজারে এলজিইডির আয়োজনে শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা সংক্রান্ত সভা অনুষ্ঠিত

মনজু বিজয় চৌধুরী॥ স্থানীয় সরক্রা প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) মৌলভীবাজার জেলা পর্যায়ে প্রকৌশলী সাংবাদিক ও এলজিইডি ঠিকাদার নিয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ জুলাই সোমবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মৌলভীবাজারের আয়োজনে এলজিইডি ভবনের কামরুল হাসান সিদ্দিক মিলনায়তনে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহর সভাপতিত্বে এবং সিনিয়র সহকারি প্রকৌশলী খন্দকার মাহমদুল আশরাফ এর পরিচালনায় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা সংক্রান্ত সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহকারী প্রকৌশলী খন্দকার মাহমুদুল আশরাফ, সহকারী প্রকৌশলী রাজু সেন, সহকারী প্রকৌশলী সুদর্শন সরকার, উপ-সহকারী প্রকৌশলী মোঃ শরীফুল হক, কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী মো: জাহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ও বাংলার দিন পত্রিকার সম্পাদক ও মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি বকসী ইকবাল আহমেদ, দৈনিক ইত্তেফাকের জেলা সংবাদদাতা নজরুল ইসলাম মুহিব, সাবেক সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, জাফর ইকবাল,মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এ.কে. অলক, হিসাব রক্ষক সোহেল আহমেদ সফি, এলজিইডি ঠিকাদার হেলাল উদ্দিন প্রমুখ।
এছাড়াও এলজিইডি কর্মকর্তা ও কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন। জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা সংক্রান্ত সভায় বক্তারা জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে কর্মপরিকল্পনা গ্রহণের উপর গুরুত্বারোপ করেন।

0Shares