তারেক রহমান ও জুবাইদা রহমানকে দণ্ড দেওয়ায় যুক্তরাজ্য সেচ্ছাসেবকদল সভাপতি শাহিনের প্রতিবাদ

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৩

তারেক রহমান ও জুবাইদা রহমানকে দণ্ড দেওয়ায় যুক্তরাজ্য সেচ্ছাসেবকদল সভাপতি শাহিনের প্রতিবাদ

ডায়ালসিলেট ডেস্ক :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমানকে দণ্ড দেওয়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সহ-সভাপতি পদ মর্যাদায় নাসির আহমেদ শাহিন।

 

 

আজ বুধবার গণমাধ্যমে স্বাক্ষরিত এক বিবৃতিতে তাৎক্ষণিকভাবে তিনি এ প্রতিবাদ জানান। দেশের জনগণকে নিয়ে বিএনপি নেতাকর্মীদের ডাকা আন্দোলনকে থামানোর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমানকে দণ্ড দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমান ও তার সহধর্মিনী জুবাইদা রহমানের উপর মিথ্যা ও বানোয়াট মামলা সাজিয়ে আজ আদালতে যে দন্ডের রায় ঘোষণা করা হয়েছে তা সম্পূর্ণরূপে বিএনপি নেতাকর্মীদের আন্দোলন সংগ্রাম থামানোর পায়তারা করছে। বিএনপি ঘুরে দাঁড়িয়েছে বিএনপির সাথে এখন পুরো বাংলাদেশ। দেশনায়ক তারেক রহমানের ডাকে বিএনপি নেতাকর্মীসহ লাখো লাখো জনগণ গত কয়েকদিনের ডাকা সমাবেশে সমবেত হয়েছে। এ আন্দোলনের মাধ্যমে নিশিরাতের অবৈধ সরকার শেখ হাসিনার পতনের জন্য একদফা আন্দোলন ডাক দেয়া হয়েছে।

শেখ হাসিনার মসনত এখন তসনস হয়ে গেছে তাই সে ভীত হয়ে নিজেকে বাচাতে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান ও তার সহধর্মিনীর উপর সাজানো মামলা বানিয়ে তার নিয়োগে থাকা অতি উতসাহি আদালতের জজ ধারা রায় ঘোষনা করে কাহিনী সাজিয়েছে।

যেভাবে দেশের জনগণ আন্দোলন শুরু করেছে তাই শেখ হাসিনার দিন শেষ। এখন হাসিনার তলায় মাটি নেই, সে এখন পাগল হয়ে গেছে। যতক্ষন না পযন্ত হাসিনার পতন না হবে ততক্ষণ পযন্ত আন্দোলনকে কেউ থামিয়ে রাখতে পারবে না। দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য আন্দোলনের ডাক দিয়েছেন তা অব্যাহত থাকবে। তারেক রহমান বলেছেন দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ।

 

উল্লেখ্য, বুধবার দুপুরে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তাঁর স্ত্রী জুবাইদা রহমানের ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ