ডায়াল সিলেট ডেস্ক: মৌলভীবাজারে অনাকাঙ্খিত গর্ভরোধকল্পে করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার মেরিষ্টোপস বাংলাদেশ এর আয়োজনে এবং ক্লিটন হেলথ একসেস ইনিসিটিভ এর সহযোগিতায় মৌলভীবাজার রেষ্ট ইন হোটেলের হল রুমে ওয়াকিং গ্রুপ গঠনের লক্ষ্যে অনাকাঙ্খিত গর্ভরোধকল্পে করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার পরিবার পরিকল্পনা বিভাগ জেলা কার্যালয়ের উপপরিচালক খন্দকার মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং সহকারি পরিচালক (ক্লিনিক) ডা: বিশ্বজিৎ ভৌমিক এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মেরিষ্টোপস বাংলাদেশ এর লিংক এডভোকেসি কর্মকর্তা মনজুর নাহার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা: বর্ণালী দাশ, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান শাহিন রহমান, মৌলভীবাজার পৌরসভার প্যানেল মেয়র ফয়ছল আহমদ, কাউন্সিলয়র নাজমা বেগম, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, মৌলভীবাজার নারী ও শিশু জজ আদালতের পিপি এডভোকেট নিখিল রঞ্জন দেব প্রমুখ।
