প্রকাশিত: ২:১৭ পূর্বাহ্ণ, আগস্ট ৩, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক :: সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেছেন, কোনো অপরাধ নয়, জিয়া পরিবারের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সুযোগ্য সহধর্মিনী সিলেটের কৃতি নারী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে ফরমায়েসী সাজা দেয়া হয়েছে। প্রহসনের বিচারের এই ফরমায়েসী রায় জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। কোনো ষড়যন্ত্রই জিয়া পরিবারকে রাজনীতি থেকে মাইনাস করতে পারবে না। চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন সফল হবেই। অবিলম্বে এই ফরমায়েসী রায় বাতিল করতে হবে।
তিনি বুধবার বিকেলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা: জুবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের সাজানো মামলায় ফরমায়েসী রায়ে সাজা প্রদানের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর যুবদল আয়োজিত তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে উপরোক্ত কথা বলেন।
সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মিছিল সমাবেশে বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে সিলেট মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও জেলার আওতাধিন বিভিন্ন উপজেলা-পৌর যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সাবেক আহবায়ক কমিটির জেলা ও মহানগর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন তোফাজ্জল হোসেন বেলাল, আকতার আহমদ, নজরুল ইসলাম, লিটন আহমদ, কয়েস আহমদ, এমদাদুল হক স্বপন, কল্লোল জ্যাতি বিশ্বাস জয়, ফখরুল ইসলাম রুমেল, জামিল আহমদ, রায়হান আহমদ, মুজাহিদল ইসলাম জাহাঙ্গীর, উসমান গনি, মতিউর রহমান আফজাল, এহতেশামুল হক সবুজ ও ইছহাক আহমদ প্রমুখ।
জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল : বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান, তারেক রহমান ও তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে ফরমায়েসী সাজার প্রতিবাদে বুধবার বিকেলে নগরীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল।
নগরীর কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে জিন্দাবাজারস্থ তাতিপাড়া গলির মুখে গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামাল।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শাকিল মুর্শেদের পরিচালনায় বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, আলী মো. নুরুল হুদা দিপু, তোফায়েল চৌধুরী উজ্জল, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু সালেহ মো. তাহের, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রউফ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবুল কালাম সাহেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম রায়হানুল হক, জাহাঙ্গীর মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক ও আহবায়ক কমিটির সিনিয়র সদস্য রজব আহমদ, আহবায়ক কমিটির সদস্য হাসান হাফিজুর রহমান টিপু, খন্দকার ফয়েজ আহমদ, সাইদ মাহমুদ ওয়াদুদ, আশিক মিয়া, আমজাদ হোসেন, সাইফুল আলম কোরেশী, সেলিম আহমদ, আব্দুল আমিন, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মালিক মল্লিক, সদস্য সচিব নুরুল আমিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান, সদস্য সচিব জুয়েল আহমদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আলা উদ্দিন মনাই, কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট আলা উদ্দিন, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াছ, জকিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ছবিউল হোসাইনসহ বিভিন্ন উপজেলার যুগ্ম আহবায়ক ও সদস্যবৃন্দ এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech