শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ০৬ (ছয়) আসামী গ্রেফতার

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৩

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ০৬ (ছয়) আসামী গ্রেফতার
ডায়াল সিলেট ডেস্ক অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) শ্রীমঙ্গল থানা সাহেবের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক এসআই/মোঃ জাকির হোসেন, এসআই/আনোয়ারুল ইসলাম পাঠান, এসআই/সুব্রত চন্দ্র দাস, এসআই/অলক বিহারী গুন, এএসআই/রাজু কুমার বিশ্বাস, এএসআই/নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় ০১ আগষ্ট ২০২৩খ্রিঃ দিবাগত রাতে অভিযান পরিচালনা করিয়া পরোয়ানাভুক্ত ০৬ জন আসামী গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীরা হলেনঃ- জিআর-২৫৭/২১ (শ্রীঃ) এর পরোয়ানাভুক্ত আসামী ১। রাধা সরকার, পিতা-মৃত সারদা সরকার, ২। গীতা সরকার, স্বামী-রাধা সরকার, উভয় সাং-গর্ন্ধব্যপুর, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার, সিআর-২১২/১৯ (শ্রীঃ) এর পরোয়ানাভুক্ত আসামী ৩। নিতাই ভৌমিক (৪৫), পিতা-মৃত প্রমোদ লাল ভৌমিক, সাং-ক্যাথলিক মিশন রোড, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার এবং ননজিআর-৬১/২৩ (শ্রীঃ) এর পরোয়ানাভুক্ত আসামী ৪। মোঃ নাঈম মিয়া (১৮), পিতা-মোঃ চান মিয়া, ৫। রাশেদুল ইসলাম ওরফে রাজু মিয়া (১৯), পিতা-মুজিব মিয়া, ৬। মুজিব মিয়া (৪৭), পিতা-মৃত চমক মিয়া, সর্ব সাং-বরুনা, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার।
অদ্য ০২ আগষ্ট ২০২৩ খ্রিঃ তারিখ সকল আসামীদের পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
0Shares