ডায়াল সিলেট ডেস্ক: মৌলভীবাজার সদরের গিয়াসনগর ইউনিয়নের নিতেশ্বর গ্রামে ভাতিজীর সাথে অনৈতিক কাজ দেখে পেলায় দুই সতীনকে পিটিয়ে মারাত্মক আহত করলেন স্বামী মোঃ আব্দুল ওদুদ লুদাই।

লুদাইর স্ত্রী বর্তমান মহিলা ইউপি সদস্য খুরশেদা আক্তার (৩২) জানান, শুক্রবার (৪ আগষ্ট) দুপুরে তিনি ও তার সতীন শেফুল বেগম (৪০) পাশের মাঠে গরু আনতে গেলে লুদাই তার চাচাতো ভাইয়ের মেয়ের সাথে অনৈতিক কাজে জড়িয়ে পড়ে। তারা গরু নিয়ে বাড়িতে এসে তাকে অনৈতিক কাজে বাঁধা দিলে সে দুই সতীনকে মেরে মারাত্মক জখম করে।পরে আহত অবস্থায় তাদেরকে আশপাশের বাড়ির লোকেরা মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা হাসপাতালে চিকিৎসাধীন আছে।এব্যাপারে স্বামী মোঃ আব্দুল ওদুদ লুদাই বলেন, আমার বউকে আমি মেরেছি, তাতে কি হয়েছে। আমার গোপনাঙ্গ কেটে ফেলার হুমকি দিলে আমি তাদেরে পিটাই। কেনো গোপনাঙ্গ কাটার হুমকি দিলো জিজ্ঞেস করলে তিনি বলেন এটা এখন বলা যাবে না।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *