ডায়াল সিলেট ডেস্ক: মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জি এম মুক্তাদির রাজুকে আহ্বায়ক করে ৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সোমবার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজীব আহসান এই কমিটি ঘোষণা করেন।

কমিটির অপর সদস্যরা হলেন- সদস্য সচিব আহমেদ আহাদ মিয়া এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসহাক আহমেদ চৌধুরী মামনুন।

কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগামী ১০ দিনের মধ্য পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে তালিকা কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠনের খবর জানাজানি হলে রাতেই মৌলভীবাজারে আনন্দ মিছিল বের করা হয়। শহরের শাহ্ মোস্তফা রোড সুলতানপুর পয়েন্ট থেকে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ও মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিএম এম মুক্তাদীর রাজু। এতে বিপুলসংখ্যক নেতাকর্মীরা যোগ দেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *