সেরা অভিনেত্রী দু’জন
বিনোদন ডেস্ক :: ভারতের ‘৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) নয়াদিল্লিতে আয়োজিত একটি প্রেস মিটে সেরাদের নাম ঘোষণা করা হয়।
এবার সেরা অভিনেত্রী হিসেবে প্রথমবার জাতীয় পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট ও কৃতি শ্যানন। দুজনে যৌথভাবে ভারতীয় চলচ্চিত্রের সেরা ও সর্বোচ্চ সম্মাননা পেলেন।
আলিয়া পুরস্কার পেলেন ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ছবির জন্য। কৃতি জাতীয় পুরস্কার পেলেন ‘মিমি’ ছবির জন্য।
এদিকে সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন ‘পুষ্পা’খ্যাত আল্লু অর্জুন। ‘দ্য কাশ্মির ফাইলস’ ছবির কারণে সেরা সহঅভিনেত্রীর জাতীয় পুরস্কার উঠেছে অভিনেত্রী পল্লবী জোশীর হাতে।
সেরা সহঅভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেলেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। ‘মিমি’ ছবির জন্য তিনি পান এই সম্মান।
সেরা ছবি হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছে মাধবন অভিনীত ‘রকেট্রি দ্য নাম্বি এফেক্ট’। সেরা জনপ্রিয় ছবি হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছে ‘আরআরআর’।
যারা পেলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার
ঘোষণা করা হয়েছে ভারতের ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বৃহস্পতিবার বিকাল ৫টায় দিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে শুরু হয় পুরস্কার ঘোষণা। একে একে ঘোষণা করা হয় পুরস্কার বিজয়ীদের নাম। ফিচার ও নন–ফিচার— দুটি বিভাগে আলাদা পুরস্কার ঘোষণা করা হয়েছে।
এবার সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন আল্লু অর্জুন। আর যৌথভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট এবং কৃতি স্যানন।
এক নজরে পুরস্কারপ্রাপ্তদের তালিকা
সেরা সিনেমা: দ্য কাশ্মীর ফাইলস
সেরা জনপ্রিয় সিনেমা: ট্রিপল আর
সেরা ফিচার ফিল্ম: রকেট্রি দ্য নাম্বি এফেক্ট
সেরা অভিনেতা: আল্লু অর্জুন (পুষ্পা)।
সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি), কৃতি স্যানন (মিমি)।
সেরা পার্শ্ব অভিনেতা: পঙ্কজ ত্রিপাঠি (মিমি)
সেরা পার্শ্ব অভিনেত্রী: পল্লবী জোশী (দ্য কাশ্মীর ফাইলস)
সেরা বাংলা সিনেমা: কালকক্ষ
সেরা হিন্দি সিনেমা: সর্দার উধম
সেরা তেলেগু সিনেমা: উপেনা
সেরা তামিল সিনেমা: কাড়াইসি ভিভাসায়ী
সোরা মালায়ালাম সিনেমা: হোম
সেরা গায়িকা: ইরাভিন নিজাল ও শ্রেয়া ঘোষাল
সেরা গায়ক: কালা ভাইরাবা