বঙ্গবন্ধুর সমাধিতে আইজিপির শ্রদ্ধা

প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৩

বঙ্গবন্ধুর সমাধিতে আইজিপির শ্রদ্ধা

মনজু বিজয় চৌধুরী॥  পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সিনিয়র সচিব পদমর্যাদায় উন্নীত হওয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ সোমবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান আইজিপি। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি ফাতেহা পাঠ এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট শাহাদাতবরণকারী সকলের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে আইজিপি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় এসবি-প্রধান অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার আল-বেলী আফিফাসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা তার সাথে ছিলেন।

উল্লেখ্য, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে সিনিয়র সচিবের মর্যাদা দিয়ে গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ