মৌলভীবাজারে পুলিশের দক্ষতা উন্নয়ন কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ

প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৩

মৌলভীবাজারে পুলিশের দক্ষতা উন্নয়ন কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ
মনজু বিজয় চৌধুরী॥  মৌলভীবাজার জেলা পুলিশ ও ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, হবিগঞ্জ এর আয়োজনে মৌলভীবাজার পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশের কনস্টেবল ও নায়েক পদমর্যাদার পুলিশ সদস্যদের জন্য এক সপ্তাহ মেয়াদী ধারাবাহিক দক্ষতা উন্নয়ন কোর্স এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১৪ সেপ্টেম্বর  বৃহস্পতিবার দুপুর ০১.৩০ ঘটিকায় মৌলভীবাজার পুলিশ লাইনস্ এর নতুন ব্যারাক ভবনে এই সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  সুদর্শন কুমার রায় মহোদয়।
প্রধান অতিথির বক্তব্যে জনাব সুদর্শন কুমার রায় বলেন, ” বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী সেটা যেন আপনাদের কাজের মাধ্যমে প্রকাশ পায়। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান নিজেদের কর্মজীবনে কাজে লাগাতে হবে। যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় সব সময় নিজেদের শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত রাখতে হবে।”
প্রশিক্ষণের সমাপনী দিনে মেধাক্রম অনুসারে প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ