ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া
ব্যাংকের ২০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) মতিঝিল বিভাগ। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুই পুলিশ সদস্যও আছেন।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর পল্টনে আইএফআইসি ব্যাংকের পল্টন শাখায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
গ্রেপ্তাররা হলেন ডেমরা পুলিশ লাইনে ক্লোজড পুলিশ সদস্য কনস্টেবল মাহাবুব ও কনস্টেবল আসিফ।
অন্য তিনজন হলেন সোহেল, ফুটপাতের হকার হৃদয় ও তার সহযোগী মঞ্জু।
মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুই পুলিশ সদস্য ডেমরা লাইনের সদস্য। তারা বর্তমানে সাসপেন্ডকৃত সদস্য নন।
ছিনতাইয়ের ঘটনায় ৫ জন জড়িত ছিল বলে জানিয়েছে ডিবি।