মনজু বিজয় চৌধুরী॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের পক্ষ থেকে একটি অসহায় পরিবারকে মানবিক সহয়তা প্রদান করা করেছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় শ্রীমঙ্গল পৌরসভার ৫নং ওয়ার্ড শ্যামলী আবাসিক এলাকায় বসবাসকারী অসুস্থ আবুল মিজি এর পরিবারকে এ মানবিক সহযোগিতা প্রদান করেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার। এক মাসের চাল, ডাল, পেয়াজ, রসুন, তেল, সাবান, লবণ, আলু ও বিভিন্ন মসলা ভর্তি দু’টি ব্যাগ আবুল মিজি এর পরিবারের কাছে নিজে গিয়ে হস্তান্তর করেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার। এসময় সাথে ছিলেন শ্রীমঙ্গল থানার এসআই রফিকুল ইসলাম। উল্লেখ্য, আবুল মিজি দীর্ঘদিন ধরে পায়ের সমস্যায় ভুগছিলেন। তাকে নিয়ে বেঙ্গল নিউজে একটি সংবাদ প্রকাশ করলে নিউজটি প্রশাসনের দৃষ্টগোচর হয়। এ ব্যাপারে সংবাদকর্মী জহিরুল ইসলামের সাথে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদারের কথা হয়। এসময় তিনি অসুস্থ পরিবারকে সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় এ সহায়তা প্রদান করা হয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *