প্রকাশিত: ২:২৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৩
হবিগঞ্জ প্রতিনিধি :: পদন্নোতিজনিত বদলির কারণে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ’কে বিদায় সংবর্ধনা প্রদান করেছে উপজেলা পরিষদ। বৃহস্পতিবার দুপুর ১২টায় পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে ও ১নং উত্তর-পূর্ব ইউনিয়ন চেয়ারম্যান মো. মিজানুর রহমান খান’র সঞ্চালণায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান ও নবনির্বাচিত জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে আবুল কাশেম চৌধুরী বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে উপজেলাবাসীর সুনাম অর্জন করেছেন। তিনি একজন দক্ষ প্রশাসক হিসেবে সুচারুরূপে প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন বলে অভিমত ব্যক্ত করেন তিনি। এছাড়াও তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার ভুয়সী প্রশংসা করে উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ূ কামনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ কর্মকালীন বিভিন্ন স্মৃতিচারণ উল্লেখ করে বলেন, স্ব-স্ব ক্ষেত্রে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। কতটুকু দিতে পেরেছি তার বিচার করার দায়িত্ব এখানকার জনগণের। আমি যেখানেই থাকি না কেন বানিয়াচংবাসীর কথা আমার সবসময় স্মরণে থাকবে। আগামীতে ও যেন তিনি ন্যায় নিষ্ঠার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারেন এজন্য সবার নিকট আন্তরিক দোয়া কামনা করেন।
প্রসঙ্গত, পদ্মাসন সিংহ প্রায় ২বছর বানিয়াচং উপজেলায় কর্মরত ছিলেন। বর্তমানে লক্ষীপুর জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে তাকে পদায়ন করা হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উপজেলা পরিষদের পক্ষ থেকে সম্মাননা স্বারক- ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক, বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, আরফান উদ্দিন, আনোয়ার হোসেন, মঞ্জু কুমার দাস, এরশাদ আলী, আহাদ মিয়া, শেখ মিজানুর রহমান, হাফেজ শামরুল ইসলাম, সাদিকুর রহমান, মো. এরশাদ আলী, নাসির উদ্দিনসহ অন্যান্য ইউপি চেয়ারম্যানবৃন্দ।
Address: 4th floor, Kaniz Plaza, Zindabazar, Sylhet 3100
isleworth, London. UK Mobile : +447438548379
Editor & Publisher : - Sohel Ahmed
Design and developed by AshrafTech