ডায়াল সিলেট ডেস্ক :: সিলেটে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের সংগঠন দি অপ্টিমিস্ট-এর উদ্যোগে ২২ লক্ষ টাকার বৃত্তি বিতরণ করা হয়েছে। ২০০০ সাল থেকে শুরু হওয়া এই বৃত্তি বিতরণ কার্যক্রমের আওতায় ১৬৮ জন শিক্ষার্থীকে এ বৃত্তি বিতরণ করা হয়। এর মধ্যে ১৬৩ জন শিক্ষার্থী প্রত্যেককে ১২ হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৫ জন শিক্ষার্থী প্রত্যেককে ২৪ হাজার টাকা প্রদান করা হয়।

 

শুক্রবার সকালে নগরীর সৈয়দ হাতিম আলি হাই স্কুলের হলরুমে অপটিমিস্টের ডিস্ট্রিক্ট ডাইরেক্টর প্রফেসর মো. আব্দুল মতিনের সভাপতিত্বে আয়োজিত বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।

 

অপটিমিস্ট সিলেটের প্রেস এন্ড কমিউনিকেশন ডাইরেক্টর সাংবাদিক আবদুল বাতিন ফয়সলের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লেঃ কর্নেল (অবঃ) এম আতাউর রহমান পীর, সাংবাদিক কলামিষ্ট আফতাব চৌধুরী, সিলেট ষ্টেশন ক্লাবের সভাপতি মঞ্জুর আহমদ চৌধুরী, খায়ের আহমদ ফকু চৌধুরী, সৈয়দ হাতিম আলী হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাম্মৎ সালমা বেগম।

 

এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অপটিমিস্ট সিলেটের প্রজেক্ট ডাইরেক্টর ফাইন্যান্স প্রফেসর ড. সুলতান আহমদ, প্ল্যানিং ডাইরেক্টর এলাইছ মিয়া, জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মালেক চৌধুরী, অভিভাবকদের পক্ষে ভাদেশ্বর কুড়ির বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সূবর্ণা ধর, খান চা বাগানের শ্রমিকনেতা সুজিত বাড়াইক, শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন তাইয়িবা আক্তার ও আবুল ক্বাওছার জাকারিয়া, ভলান্টিয়ার রোমান আহমদ নোশাদ, আইনুল হক, কাজী জুবের আহমদ প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেন, নতুন প্রজন্মকে স্বপ্ন দেখতে হবে। সেই স্বপ্ন হবে অনেক বড়ো হবার, সুন্দর হবার, সমৃদ্ধ হবার এবং স্বপ্ন বাস্তবায়নের জন্যে করতে হবে প্রচুর পরিশ্রম। পরিশ্রমই আমাদেরকে এগিয়ে নেবে। শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে আমাদের যুক্তরাষ্ট্র প্রবাসী ভাইবোনদের সংগঠন অপটিমিস্ট সক্রিয় সহযোগিতার যে নজির স্থাপন করেছে, এটা আমাদের সকল কল্যাণকামী মানুষের জন্যে অনুসরণযোগ্য।

 

তিনি আরো বলেন, আমাদের স্বাধীনতাকে অর্থবহ করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যে স্মার্ট বাংলাদেশ গঠনে এগিয়ে যাচ্ছি, সেই স্মার্ট বাংলাদেশ গড়ার অন্যতম কারিগর হবে আজকের এই মেধাবী শিক্ষার্থীরাই। তাই স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে জ্ঞানে বিজ্ঞানে আচরণে শিক্ষার্থীদেরকে হতে হবে স্মার্ট।

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী সিদ্দিকা জান্নাত, গীতা পাঠ করেন শিক্ষার্থী হৃদয়রাম চন্দ মিদুল।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *