প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক :: সিলেট নগরীর বিভিন্ন আড়তের পাইকারি ও খুচরা বিক্রেতাদের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি তদারকি করছে প্রশাসন। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর কালিঘাট , কাজির বাজার এবং রিকাবিবাজার এলাকায় পরিদর্শন করা হয়।
সিলেট জেলা প্রশাসকের নির্দেশনায় এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর তত্ত্বাবধানে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান।
পরিদর্শনকালে দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নির্দেশনা প্রদান করা হয় এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির জন্য বলা হয়। এই অভিযানে পুলিশ বিভাগ ও ভোক্তা অধিকার নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
Address: 4th floor, Kaniz Plaza, Zindabazar, Sylhet 3100
isleworth, London. UK Mobile : +447438548379
Editor & Publisher : - Sohel Ahmed
Design and developed by AshrafTech