ডায়াল সিলেট ডেস্ক : মৌলভীবাজার জেলা পুলিশের গত এক সপ্তাহের মাদক বিরোধী অভিযানে ১৩০০ গ্রাম গাঁজা, ৪২৯ পিস ইয়াবা, ৫১ বোতল বিদেশি মদ, ১১৪৫ লিটার দেশীয় চোলাই মদ ও ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

মাদক উদ্ধারের এসব ঘটনায় জেলায় মোট ১৯ টি মামলা রুজু করা হয়েছে এবং এসব মামলায় ২১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া গত সপ্তাহে পুলিশের বিশেষ অভিযানে আমদানি নিষিদ্ধ ১৬,০০০ শলাকা ভারতীয় নাসির বিড়ি এবং অবৈধভাবে আমদানিকৃত ০৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে।

এর পাশাপাশি গত ০৭ দিনে বিভিন্ন থানার অভিযানে ০৮ জন সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ৬৬ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্যান্য ভাবে আরও ৭১টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) জনাব সুদর্শন কুমার রায় জানান, ”মৌলভীবাজার জেলা পুলিশ জেলার আইনশৃঙ্খলা রক্ষায় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আমাদের থানা পুলিশের পাশাপাশি ডিবি ও অন্যান্য ইউনিট সব ধরনের অপরাধ দমনে কাজ করছে।”

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *