মনজু বিজয় চৌধুরী॥  মৌলভীবাজারের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিখন-শেখানো প্রক্রিয়ার সহপাঠক্রমিক কার্যাবলীর অংশ হিসেবে শিক্ষার্থীদের নিয়ে দুই দিনব্যাপী “স্কুল ডে” কার্যক্রমের উদ্ধোধন ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে প্রথম দিনের অংশ হিসেবে উদ্ধোধনী অনুষ্ঠান, বিজ্ঞান অলিম্পিয়াড, জাতীয় পর্যায়ে পুরষ্কার প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, জাতীয় পর্যায়ে পুরষ্কার
প্রাপ্ত শিক্ষার্থীদের অংশগ্রহনে পরিবেশনা ও এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মইনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
উদ্বোধনের পর প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বলেন, সহপাঠক্রমিক কার্যাবলি শিক্ষার্থীর সর্বাঙ্গীণ বিকাশে সহায়ক হয়। শিক্ষার্থীরা সহপাঠক্রমিক কার্যাবলিতে অংশ নিলে তাদের দৈহিক, মানসিক, সামাজিক, নৈতিক বিকাশ ঘটে। তারা বিভিন্ন ধরনের পরিবেশে মানিয়ে নিতে শেখে।
তিনি বলেন, সহপাঠক্রমিক কার্যাবলি শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করে। উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হলে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও স্বনির্ভর করে গড়ে তুলতে হবে। এ জন্য শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাইবা জামান সাবাহ ও তাহিয়া তাবা সুম ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রভাতী শাখার শিফট ইনচার্জ রোকসানা লস্কর, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জেলা প্রতিনিধি হাসানাত কামাল, রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মো. মেহেদী হাসান।আলোচনা সভা শেষে জাতীয় পর্যায়ে জাতীয় পুরষ্কার প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষার্থীদের অংশগ্রহনে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এসময় এসএসসি কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে বিজ্ঞান ক্লাব, ডিবেটিং ক্লাব, বইপড়া ক্লাব ও সক্রিয় নাগরিক ক্লাবের আয়োজনে শিক্ষার্থীদের উদ্ভাবিত পরিবেশ উন্নয়ন, সুষ্ঠু নগর পরিকল্পনা প্রণয়ন, বিদ্যুৎ উন্নয়নসহ প্রভৃতি প্রকল্প ঘুরে দেখেন। প্রকল্পের বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসক শিক্ষার্থীদের প্রশ্ন করেন।
উল্লেখ্য, অনুষ্ঠানের দ্বিতীয় দিনে (২৭ সেপ্টেম্বর) বুধবার সাংস্কৃতিক উৎসব,বিতর্ক প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *