কুলাউড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৩

কুলাউড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত

ডায়াল সিলেট ডেস্ক ::  মৌলভীবাজারের কুলাউড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনাসভা, পুরস্কার বিতরণী, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার। সভাপতির বক্তব্যে দিবসের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে জীবন গঠন করলে সফলতা অর্জন করা যায়। তাই প্রতিবছর ১২ রবিউল আউয়াল বিশ্বের মুসলিমদের জন্য একটি তাৎপর্যপূর্ণ দিন হিসাবে উদযাপিত হয়ে আসছে।
উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (ভার.) আবুল বাসারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ইউআরসি ইন্সট্রাকটর মুহিব উল্লাহ, ইসলামী ফাউন্ডেশনের মাঠ পরিদর্শক মো. আব্দুর রকিব, সহ-প্রধান শিক্ষক মাকসুদুল আলম, হাফেজ কাউছার আহমদ, হাফেজ মো. তুহিন আহমদ প্রমুখ।

সভাশেষে শিশুদের মধ্যে অনুষ্ঠিত নবীর আদর্শ ও শিক্ষা বিষয়ক রচনা ও হামদ-নাত প্রতিযোগিতায় দুইশতাধিক শিশু অংশগ্রহণ করে। পরে অংশগ্রহণকারী বিজয়ী ১৯ জন শিশু প্রতিযোগিদের মধ্যে অতিথিরা পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাদ্রাসা শিক্ষক হাফেজ কাউছার আহমদ।

0Shares