কুলাউড়ায় বিএসটিআই’র অভিযান

প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, অক্টোবর ৫, ২০২৩

কুলাউড়ায় বিএসটিআই’র অভিযান

ডায়াল সিলেট ডেস্ক:  মৌলভীবাজারের কুলাউড়ায় বুধবার মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়েছে বিএসটিআই সিলেট বিভাগীয় অফিস। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের নেতৃত্বে এই অভিযান চালায় তারা। এসময় বোতলজাতকৃত ড্রিংকিং ওয়াটার পন্যের অনুকূলে মোড়কজাত নিবন্ধন সনদ না থাকার অপরাধে মেসার্স নিউ সান ড্রিংকিং ওয়াটারে ৩০ হাজার টাকা এবং উত্তরবাজারে মেসার্স আল-মদিনা রেষ্টুরেন্টে উৎপাদিত দই পন্যের অনুকূলে মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে বিএসটিআই বিভাগীয় অফিস সিলেটের কর্মকর্তা সুমন সাহা প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ