ডায়াল সিলেট ডেস্ক :: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের সদ্য সাবেক ৪ অধ্যক্ষকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় কলেজের গণিত বিভাগের হলরুমে এক ঝাকঝমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এমসি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ, প্রফেসর মো. সালেহ আহমদ, প্রফেসর পান্না রানী রায়, প্রফেসর মো. আশরাফুল কবীর কে এই সংবর্ধনা দেওয়া হয়৷

 

এমসি কলেজের ৩য় ও ৪র্থ শ্রেণি কর্মচারী সমন্বয় পরিষদ কতৃক আয়োজিত এই অনুষ্ঠানে নতুন কয়েকজনকে বরণ করা হয়৷

 

এমসি কলেজের ৩য় ও ৪র্থ শ্রেণি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি সঞ্জয় কুমার দে-এর সভাপতিত্বে এবং এমসি কলেজের ৩য় ও ৪র্থ শ্রেণি কর্মচারী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. ফয়ছল আহমদ ও সংগঠনের কোষাধ্যক্ষ প্রভাত মালাকার-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।

 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ ও এমসি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর তৌফিক এজদানী চৌধুরী।

 

এছাড়াও এতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *