প্রকাশিত: ১:৫৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৩
সালেহ আহমদ (স’লিপক): ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব আলহাজ্ব আবদুস সবুর খাঁনের জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) বাদ জোহর ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব, বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চট্টগ্রাম জোন এর হিসাব রক্ষক কর্মকর্তা এবং বিআইডব্লিউটিএ সিবিএ (চট্টগ্রাম) এর চেয়ারম্যান আলহাজ্ব আবদুস সবুর খান এর ১ম নামাজে জানাজা জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে অনুষ্ঠিত হয়।
১ম নামাজে জানাজায় ইমামতি করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মমতাজ উদ্দীন চৌধুরী, পীরে তরিকত আল্লামা ছৈয়দ নাছেরুল হক চিশতি, অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন, শাহজাদা হাফেজ শেখ আখতারুল হক, আল্লামা কাজী জসিম উদ্দিন, অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, স ম হামেদ হোসাইন, এইচ এম মুজিবুল হক শাকুর, অধ্যাপক ড. এ এস এম বোরহান উদ্দিন, মাওলানা রেজাউল করিম তালুকদার, অধ্যক্ষ আল্লামা হেলাল উদ্দীন আলকাদেরী, মাওলানা জসিম উদ্দিন তৈয়বী, স ম শহিদুল হক ফারুকী, এস এম আবদুল করিম তারেক, অধ্যক্ষ মাওলনা আবু ছালেহ, মাওলানা ওয়াহেদ মুরাদ, মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, আবদুল বাতেন, ডাঃ হাসমত আলী তাহেরী, মাওলানা ছৈয়দ রফিকুল ইসলাম তাহেরী, অধ্যাপক শহিদুল্লাহ সাদা, ইলিয়াস খান ইমু প্রমূখ।
বাদ আসর পটিয়া উপজেলাধীন পাইরোলস্থ মরহুমের নিজ গ্রামে ২য় জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত, ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনার সর্বস্তরের নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন ও পেশাজীবীবৃন্দ অংশগ্রহণ করেন।
নামাজে জানাজায় শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
উল্লেখ্য, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের যুগ্ম মহাসচিব আলহাজ্ব আবদুস সবুর খান সোমবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানী ঢাকা’র ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে ভাই-বোন সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর ইন্তেকালে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় পরিষদ সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
আবদুস সবুর খাঁনের মৃত্যুতে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী ও মহাসচিব শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর এক যুক্ত বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন।
বিবৃতিতে তারা বলেন, মরহুম আবদুস সবুর খান ছিলেন একজন উঁচু মাপের রাজনীতিক। যিনি আমৃত্যু জাতীয় জীবনে একটি সুস্থ, সুন্দর ও মানবিক মূল্যবোধের সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে নিরবচ্ছিন্ন খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। তিনি ইসলামের মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামাত এর আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনার সমন্বয়ে গঠিত রাজনৈতিক দল ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর ফ্রন্ট লাইনে নেতৃত্ব দিয়ে গেছেন।
এছাড়াও তিনি ছিলেন রাহনুমায়ে শরিয়ত ও তরিকত পীরে কামেল আল্লামা ছৈয়দ তাহের শাহ্ কিবলার একনিষ্ঠ মুরিদ। রাজনৈতিক অঙ্গনে তাঁর এ শুণ্যতা কখনও পূরণ হবার নয় বলে মন্তব্য করে নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়াও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ছাত্রসেনা ও হিযবুর রাসুল (দ.) কেন্দ্রীয় পরিষদ সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম উত্তর দক্ষিণ ও মহানগর ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর সভাপতি সাধারণ সম্পাদক যথাক্রমে স ম হামেদ হোসাইন, এইচ এম মুজিবুল হক শাকুর, মাওলানা ছৈয়দ জসিম উদ্দিন তৈয়বী, মাওলানা জয়নাল আবেদীন জিহাদী, মাওলানা ওয়াহেদ মুরাদ ও স ম শওকত আজিজ, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত মৌলভীবাজার জেলা শাখা সভাপতি আল্লামা সৈয়দ ফয়জুল ইসলাম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখা সভাপতি জামালউদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মুফতি ফারুক আহমদ, সদর উপজেলা শাখা সভাপতি মাওলানা শফিকুল হাসান রেজভী, সাধারণ সম্পাদক মাওলানা সিদ্দিকুর রহমান, পৌর শাখা সভাপতি সালেহ আহমদ (স’লিপক), ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখা আহবায়ক আব্দুস সত্তার মুর্শেদ, ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখা সভাপতি হাফেজ জায়েদ রেজা, সাধারণ সম্পাদক আব্দুল হক, হিযবুর রাসুল (দ.) মৌলভীবাজার জেলা শাখা আহবায়ক মজলুম জননেতা মাওলানা শাহ্ মহিবুর রহমান জালালী প্রমুখ নেতারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech