শ্রীমঙ্গলে ১০ বোতল বিদেশি মদসহ আটক ১

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৩

শ্রীমঙ্গলে ১০ বোতল বিদেশি মদসহ আটক ১

ডায়াল সিলেট ডেস্ক:  মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ বোতল বিদেশী মদসহ বিশাল দেব (২০) নামে একজনকে আটক করা হয়েছে।

গতকাল (২০ অক্টোবর) রাতে শ্রীমঙ্গল থানাধীন ৮নং কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া চা বাগানের শ্রীমঙ্গল টু হরিণছড়া রোডের ফিনলে কোম্পানির সিইও অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়।

এ সময় আটককৃত ব্যক্তির কাছে থাকা একটি বস্তার ভেতর থেকে ভারতীয় কোম্পানির ৩৭৫ মিলি. পরিমাপের ১০ বোতল মদ জব্দ করা হয়।

শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরী জানান,  শ্রীমঙ্গল শহরের ভেতরে খুচরা বিক্রির উদ্দেশ্যে আটককৃত বিশাল দেব ও তার এক সহযোগী ভারতীয় সীমান্ত এলাকা থেকে এই মদের বোতলগুলো তারা সংগ্রহ করে।

এ ঘটনায় আটককৃত ব্যক্তি এবং পলাতক একজনকে আসামি করে শ্রীমঙ্গল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ