ডায়াল সিলেট ডেস্ক:  মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে মৌলভীবাজার সদর থানা এলাকা থেকে ২৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, এসময় রায়হান আহমেদ কদর (২৩) নামে একজনকে আটক করা হয়েছে।

(২০ অক্টোবর)  গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে মৌলভীবাজার শহরের পূর্ব গীর্জাপাড়া এলাকার লিচু মিয়ার কলোনীর ০৬ নং কক্ষে অভিযান পরিচালনা করে। এসময় ঘটনাস্থল থেকে রায়হান আহমেদ কদরকে আটক করা হয়।

তার দেহ তল্লাশী করে তার পরনের প্যান্টের পকেট থেকে একটি নীল রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় ৮০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

পরে কলোনীর ০৬ নং কক্ষে তল্লাশি পরিচালনা করে জনৈক পলাতক আসামির খাটের তোশকের নিচ থেকে একটি বায়ুরোধক পলিথিনের ভেতর থেকে আরও ১৯০ পিসসহ মোট ২৭০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটককৃত রায়হান আহমেদ কদর মৌলভীবাজার সদর থানাধীন শ্যামেরকোনা গ্রামের গফুর মিয়ার ছেলে।

এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এএসআই মোঃ সাহাব উদ্দিন বাদী হয়ে আটককৃত রায়হান আহমেদ কদর ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০(ক)/৪১ ধারায় মৌলভীবাজার সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *