আজ প্রতিমা বিসর্জন চোখের জলে বিদায় জানালেন ভক্তরা

প্রকাশিত: ১:৩৪ পূর্বাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৩

আজ প্রতিমা বিসর্জন চোখের জলে বিদায় জানালেন ভক্তরা

ডায়ালসিলেট ডেস্ক ::  এক এক করে ফুরিয়ে এলো দুর্গা পূজার উৎসবের দিনগুলো। আজ মঙ্গলবার শারদীয় দূর্গা পূজার বিজয়া দশমী ৷ পাঁচ দিনব্যাপী উৎসবের শেষ দিন আজ৷ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান এ-ই ধর্মীয় উৎসব৷ বিজয়া দশমীতে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে অন্যরকম আবেগ মন খারাপ করা এক অনুভূতির সৃষ্টি হয়৷ কারণ দশমী মনেই দুর্গা মায়ের ফিরে যাওয়া৷ অপেক্ষায় থাকতে হবে আর-ও একটি বছর ৷ সোমবার মণ্ডপে মন্ডপে মহানবমীতে দেবীর বন্দনায় ভক্তকুলে ছিলো ভিন্ন বাদ্য, ধুপ আরতি ও দেবীর পূজা অর্চনায় ছিল প্রাণ খোলা উচ্ছ্বাস৷ পাশাপাশি মণ্ডপে মন্ডপে ছিল বিদায়ের সুর৷ ছিলো এক সুন্দর পৃথিবীর পার্থনা৷ যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাক বেনা জাতীয় জীবনে সমৃদ্ধ হবে৷ থাকবে শান্তি এদিন সকাল থেকে ঢাকাসহ সারা দেশের মন্ডপগুলোতে শুরু হয় আনুষ্ঠানিকতা৷

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ