মৌলভীবাজারে শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হল

প্রকাশিত: ১:৪৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৩

মৌলভীবাজারে শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হল

ডায়ালসিলেট ডেস্ক :: মৌলভীবাজারে বিজয়া দশমীতে শোভাযাত্রা ও প্রতমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ৫ দিনব্যাপী দূর্গোৎসব।

আাজ মঙ্গলবার বিকেলে জেলা সদরে প্রতিটি পূজা মন্ডপ থেকে ট্রাক, পিকআপ ভ্যানে করে প্রতিমা নিয়ে সমবেত হন শহরের চৌমোহনাস্থ কালী মন্দির প্রাঙ্গনে। সেখান থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাঁদনীঘাট এলাকায় মনুনদীতে প্রতিমা বিষর্জনের মধ্যদিয়ে শেষ হয় দূর্গোৎসব।

শোভাযাত্রায় শঙ্খ, ঢাক ঢোলের ছন্দ আর তরুনদের গান ও নৃত্যে বাড়তি মাত্রা যোগ করে সনাতন ধর্মাবলম্বীদের ভক্তদের মাঝে। এ সময় দূর্গ দেবীকে ভক্তি জানাতে রাস্তার দু’পাশে দর্শনার্থীরা ভীড় জমান। এদিকে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করে।

0Shares