শ্রীমঙ্গলের সাইটুলা সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের মহা নবমীর আয়োজন

প্রকাশিত: ১:৩৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৩

শ্রীমঙ্গলের সাইটুলা সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের মহা নবমীর আয়োজন

ডায়ালসিলেট ডেস্ক :: প্রতি বছরের ন্যায় এবারও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে শারদীয় দূর্গোৎসব মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ৪নং সিন্দুরখান ইউনিয়ন শাখাধিন সাইটুলা সার্বজনীন দুর্গাপূজা পালন করা হচ্ছে।

সোমবার (২৩ অক্টোবর) মহা নবমীর রাত সাড়ে ১০টায় উপজেলার সিন্দুরখান ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ মটলীপাড়া মন্ডপে গিয়ে দেখা যায়, আয়োজক কয়েকজন মিলে আরাধনা করছেন। মন্ডল সম্মুখে কয়েকজন মহিলা ও শিশু মিলে রাধারমণ দত্তের আরাধ্য সঙ্গীতের সাথে ধামাইল নৃত্য করছেন।

সাইটুলা সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক ভৌমিক ও সম্পাদক সুবোধ ভৌমিকের সাথে আলাপকালে তারা বলেন, আজ মহা নবমী হওয়ায় ভক্তরা কম হয়েছে। নবমীর দিনে অনেকেই পাঁচগাঁও চলে যায়। ওখানে নবমীতে বিভিন্ন পশুপাখি বলিদান করা হয়। তাছাড়া গ্রাম্য মন্ডপে এমনিতেও মানুষ বেশি রাত জাগে না। সবাই কর্মজীবী সকালে সবাইকে কাজে যেতে হয়। তবে বিকেল থেকে রাত ৯/১০টা পর্যন্ত এখানে সমাগম থাকে।

এসময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ৪নং সিন্দুরখান ইউনিয়ন শাখার সভাপতি রিপন রায়, মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন (রেজি নং মৌল-০৩৮) সাধারণ সম্পাদক এ কে অলক, সদস্য কবি সালেহ আহমদ (স’লিপক), দৈনিক কালবেলা শ্রীমঙ্গল প্রতিনিধি মনজু বিজয় চৌধুরী সহ সাইটুলা সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও আগত ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ