শমসেরনগর হাসপাতালের সাথে সম্পৃক্ত হলেন বিশিষ্ট সমাজসেবী রেহানা বেগম চৌধুরী

প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৩

শমসেরনগর হাসপাতালের সাথে সম্পৃক্ত হলেন বিশিষ্ট সমাজসেবী রেহানা বেগম চৌধুরী
সালেহ আহমদ (স’লিপক): ১৯৮১সালে প্রতিষ্ঠিত মৌলভীবাজার জেলার দ্বিতীয় ও কমলগঞ্জ উপজেলার সর্বপ্রাচীন চ্যারেটি সংস্থা নজরানা শিক্ষা ও স্বাস্থ্য ট্রাষ্টের চেয়ারপার্সন বিশিষ্ট সমাজসেবী রেহানা বেগম চৌধুরী সম্প্রতি শমসেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটি ইউকের প্রথম যুগ্ম আহবায়ক গবেষক কবি সৈয়দ মাসুম এর কাছে শমসেরনগর হাসপাতালের সাথে সম্পৃক্ত হতে ইচ্ছে প্রকাশ করেন। সেই লক্ষ্যে হাসপাতাল কর্তৃপক্ষ রেহানা বেগম চৌধুরীর সাথে ভার্চ্যুয়ালি এক মতবিনিময় সভায় মিলিত হয়।
মঙ্গলবার (২৪ অক্টোবর) ইংল্যান্ড সময় বিকেল ৫টায় শমসেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটির আহবায়ক শিল্পী সেলিম চৌধুরীর সভাপতিত্বে অতিথি হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যোগদান করেন রেহানা বেগম চৌধুরীর জামাতা বিশিষ্ট ব্যবসায়ী ও হাসপাতালের শুভাকাঙ্খী নজরুল ইসলাম।
হাসপাতাল বাস্তবায়ন কমিটির অন্যতম পলিসি ম্যাইকার, সুজা মেমোরিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, পূবালী ব্যাংক বাংলাদেশের সাবেক এজিএম সাইফুর রহমান কামরান এর সঞ্চালনায় মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন হাসপাতাল বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক সাংবাদিক অধ্যক্ষ মুজিবুর রহমান রঞ্জু, হাসপাতাল বাস্তবায়ন কমিটি ইউকের উপদেষ্টা একেএম জিল্লুল হক, প্রথম যুগ্ম আহবায়ক গবেষক কবি সৈয়দ মাসুম, অর্থ সচিবের অতিরিক্ত দায়িত্বে থাকা যুগ্ম আহবায়ক ব্যাংকার সৈয়দ সোহেল আহমদ ও জয়নাল আহমেদ প্রমুখ।
রেহানা বেগম চৌধুরী শুরুতেই সৈয়দ মাসুমের মাধ্যমে সকলের সাথে পরিচিত হন এবং তিনি তাঁর বক্তব্যে হাসপাতালে বড় ধরনের সহযোগিতার পাশাপাশি নজরানা শিক্ষা ও স্বাস্থ্য ট্রাস্টকে হাসপাতালের সহযোগী প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার ইচ্ছে প্রকাশ করেন।
উল্লেখ্য, নজির উদ্দিন চৌধুরী মধু মিয়া কর্তৃক প্রতিষ্ঠিত কমলগঞ্জ উপজেলার ছলিমগঞ্জস্থ নজরানা শিক্ষা ও স্বাস্থ্য ট্রাস্ট বিগত প্রায় অর্ধশতাব্দী ধরে কমলগঞ্জ উপজেলার শিক্ষা ও স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য কর্মকান্ড পরিচালনা করে আসছে। নিয়মিত ছাত্রবৃত্তি প্রদানের পাশাপাশি এই প্রতিষ্ঠান কর্তৃক জোৎস্না হেলথ ক্লিনিক নামে একটি দাতব্য হাসপাতাল পরিচালিত হচ্ছে। নিয়মিত এবং অনিয়মিতভাবে এই প্রতিষ্ঠান প্রতি বছর অন্ধত্ব নির্মূলের জন্য চক্ষু শিবিরেরও আয়োজন করে থাকে।
0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ