শ্রীমঙ্গলে ৭৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ১

প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৩

শ্রীমঙ্গলে ৭৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ১

মৌলভীবাজার প্রতিনিধি ঃ শ্রীমঙ্গলে দেশীয় তৈরি চোলাই মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম উপজেলার শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের সামনে শ্রীমঙ্গল টু মৌলভীবাজার সড়কে অভিযান পরিচালনা করে একটি অটোরিক্সায় ৭৫০ লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে। তার নাম সুমন হরিজন (৩০)। সে শ্রীমঙ্গল শহরতলীর বিরাইমপুর এলাকার মৃত রঞ্জন হরিজন এর ছেলে। এ বিষয়ে শ্রীমঙ্গল থানায় মাদক আইনে একটি মামলা রুজু হয়েছে। আসামীকে রোববার পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

0Shares