আঞ্জুমানে হেফাজতে ইসলামের শূরা অধিবেশন

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৩

আঞ্জুমানে হেফাজতে ইসলামের শূরা অধিবেশন

আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় শূরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ যোহর শ্রীমঙ্গল মৌলভীবাজারের শেখবাড়ী জামিয়ায় মসজিদে হযরত বিলাল মিলনায়তনে অধিবেশনটি অনুষ্ঠিত হয়।আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শায়খুল হাদীস মুফতি মুহাম্মাদ রশীদুর রহমান ফারুক বর্ণভীর সভাপতিত্বে এতে দেশের নেতৃস্থানীয় শতাধিক ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
আঞ্জুমানের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা শেখ সাদ আহমদ আমীন বর্ণভী ও মাওলানা শাব্বীর আহমদ ফতেহপুরীর যৌথ সঞ্চালনায় কেন্দ্রীয় এই শূরা অধিবেশনে বিগত বছরে সংগঠনের সকল কার্যক্রমের ওপর প্রতিবেদন তুলে ধরা হয় এবং এর ওপর উপস্থিত শূরা সদস্যরা আলোচনা-পর্যালোচনা পেশ করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করেন। এরপর আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর মজলিসে শূরার ঘোষণাপত্র পেশ করা হয়। ঘোষণাপত্রে শূরার পক্ষ থেকে বেশ কিছু বিষয়ে আহ্বান জানানো হয়-
অধিবেশনে বক্তব্য রাখেন ইমাম প্রশিক্ষণ একাডেমী সিলেটের উপ-পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম, ইসলামী চিন্তাবিদ মুফতি মুজিবুর রহমান চাটগামী, ইমাম সমিতির সভাপতি মাওলানা শিহাব আহমদ, কাজিরবাজার মাদ্রাসার মুহাদ্দিস মুফতি শফিকুর রহমান, বাহুবল চলিতাতলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল খালেক চলিতাতলী, হবিগঞ্জ দারুল এরশাদ বহুলা মাদ্রাসার মুহতামিম মাওলানা জাবের আল হুদা চৌধুরী, আশুগঞ্জ মাদ্রাসার শাইখুল হাদীস আল্লামা মোশাররফ হোসেন, রেঙ্গা মাদ্রাসার মুহাদ্দীস মাওলানা সাজিদুর রহমান, বিবাড়িয়া উচালিয়া পাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা জহিরুল ইসলাম, আঞ্জুমানের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুস সবুর, বরুণা মাদ্রাসার মুহাদ্দীস মাওলানা রশিদ আহমদ হামিদ, মাওলানা আশরাফ আলী হরসপুরীসহ-সহ জেলা ও মহানগরসমূহের আমীর, নাজিম ও শুরা কমিটির অন্তর্ভুক্ত কেন্দ্রীয় কার্যকরী কমিটির দায়িত্বশীলবৃন্দ। বিজ্ঞপ্তি

0Shares