প্রকাশিত: ৩:৩২ পূর্বাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক :: সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকীকে আটক করছে সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি দল।
রবিবার দুপুরে নগরীর ভাতালীয়াস্থ নিজ বাসা থেকে তাকে আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
এদিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ (পিপিএম)।
তিনি বলেন, এখন পর্যন্ত নাশকতা ও ভাঙচুরের অভিযোগে ৮ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। তিনি আরও বলেন, আটককৃতদের মধ্যে সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকিও রয়েছেন। বাকিদের মধ্যে বিএনপি এবং জামায়াতের লোকজনও রয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
আব্দুল কাইয়ুম জালালী পংকী ছাড়াও আটককৃতদের মধ্যে রয়েছেন সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ ও দক্ষিণ সুরমা উপজেলা যুবদল নেতা মোহাম্মদ আব্বাস। বাকিদের নাম পরিচয় জানা যায়নি।
উল্লেখ্য, সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনে রয়েছে বিএনপি। গতকাল ২৮ অক্টোবর রাজধানীর নয়া পল্টনে মহাসমাবেশের কর্মসূচি ছিল। কিন্তু রাজধানীর জায়গায়-জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে দলটি। দলটির একদল কর্মী প্রধান বিচারপতির বাসভবনে হামলা, রাজারবাগ পুলিশ হাসপাতালে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায় বলে পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
শনিবারের সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন আরও ৪১ জন, ২০ জন আনসার সদস্য আহত হয়েছেন। এদিকে, বিএনপি বলছে তাদের সহস্রাধিক কর্মী আহত হয়েছেন। সংঘর্ষের পর মহাসমাবেশ স্থগিত করে রবিবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি দেয় বিএনপি।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech