প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৩
ডায়ালসিলেট ডেস্ক : মৌলভীবাজারের কমলগঞ্জে সরঞ্জামসহ ১২টি টিয়া পাখি উদ্ধার করেছে বন বিভাগ।
সোমবার উপজেলার রাজকান্দি রেঞ্জের আদমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে এগুলো উদ্ধার করা হয়।
বনবিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে আদমপুর ইউপি চেয়ারম্যান এলাকার কয়েকজন শিকারীর কাছ থেকে পাখিসহ সরঞ্জাম উদ্ধার করে ইউনিয়ন অফিসে নিয়ে আসেন।
পরে বনবিভাগকে খবর দিলে রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম ও বন্যপ্রাণী বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলামের নেতৃত্বে এ টিয়াপাখিগুলো উদ্ধার করে লাউয়াছড়া বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে রাখা হয়েছে।
আদমপুর ইউপি চেয়ারম্যান মো: আবদাল হোসেন জানান, কালেঞ্জী, কোনাগাঁও, পূর্ব জালালপুরসহ বিভিন্ন গ্রামের শিকারীর বাড়ি থেকে তিনি এগুলো উদ্ধার করেন। তবে এ সময় শিকারী কাউকে পাওয়া যায়নি।বন্যপ্রাণী বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, টিয়াপাখি গুলো ছোট ও পায়ে রশির দাগ থাকায় লাউয়াছড়া বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে রাখা হয়েছে। পাখিগুলো সুস্থ বা উড়াল শিখলে অবমুক্ত করা হবে।
Address: 4th floor, Kaniz Plaza, Zindabazar, Sylhet 3100
isleworth, London. UK Mobile : +447438548379
Editor & Publisher : - Sohel Ahmed
Design and developed by AshrafTech