জাতীয় যুব দিবসে র‍্যালী

প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৩

জাতীয় যুব দিবসে র‍্যালী

ডায়ালসিলেট ডেস্ক : বড়লেখায় জাতীয় যুব দিবস পালন উপলক্ষে বুধবার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা, প্রশিক্ষিত যুবকদের মাঝে সনদ ও ঋণ বিতরণ করা হয়েছে।
ইউএনও সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন অফিসার রওশন জাহান। এছাড়াও বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক আব্দুর রব, পোল্ট্রি খামারি সুমন দেবনাথ প্রমুখ। সভায় ৯০ জন প্রশিক্ষিত যুবক-যুবতিকে সনদপত্র ও তিনজনকে ১ লাখ ২০ হাজার টাকা যুব ঋণ প্রদান করা হয়েছে।

0Shares