ডায়াল সিলেট ডেস্ক ::  বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ও বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কমলগঞ্জ উপজেলা যুবলীগের আয়োজনে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বেলা ১২টায় ভানুগাছ বাজার চৌমুহনীতে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদ।

উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মালিক বাবুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সায়েক আহমেদ, উপজেলা আওয়ামীলীগ নেত্রী মুন্না রায়, ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু, প্যানেল ইউপি চেয়ারম্যান সুলেমান হোসেন ভুট্টু, উপজেলা যুবলীগের সদস্য আবুল কালাম, আনোয়ার পারভেজ আলাল, জহির আলম নানু, আলাল আহমেদ, লায়েক খান, ময়নুল খান, পৌর যুবলীগের সভাপতি শ্যামল পাল, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আশরাফুল আলম পাপ্পু, কলেজ ছাত্রলীগের সভাপতি রাফি আহমেদ, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি সালেহ আহমদ, সাধারণ সম্পাদক আজহার মেহমুদ অপু প্রমুখ।

সমাবেশের শুরুতে কমলগঞ্জ পৌরসভা প্রাঙ্গন থেকে এক শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা ও সমাবেশে উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *