ডায়াল সিলেট ডেস্ক :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশন (বিএনএম) এর আয়োজনে ৭শ জন উপকারভোগীদের মাঝে পরিস্কার-পরিচ্ছন্নতা উপকরণ স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) উপজেলার পূর্ব নওগাঁ এলাকায় বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশন (বিএনএম) প্রকল্প অফিস মাঠে “ইমপ্রুভিং হেলথ অ্যান্ড লিভিং কন্ডিশন অব দ্যা টি গার্ডেন লেবার অ্যান্ড মারজিনালাইজড পিপল অব শ্রীমঙ্গল প্রজেক্ট” এর আওতায় ৭শ জন উপকারভোগীদের মাঝে ৭শ পিস স্যানিটারি ন্যাপকিন ও ৭শ পিস সাবান বিতরণ করা হয়।
প্রকল্প ওয়াশ অফিসার এনায়েতুল হকের সঞ্চালনায় প্রকল্প ব্যাবস্থাপক মো. রাকিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাজ্যারীন মিশন মধ্য ও পূর্ব নওগাঁ শিশু উন্নয়ন প্রকল্প কর্মকর্তা বিজয় হাসদা, জার্মান ডক্টরস প্রতিনিধি ড. ইভা ক্যাথেরিনা বুশচার, জার্মান ডক্টরস ক্লিনিক প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর কুমারেশ চন্দ্র বাউলিয়া প্রমূখ।

এ সময় ড. ক্যাথেরিনা স্যানিটারি ন্যাপকিন ব্যবহার এর উপকারিতা, ব্যবহারের নিয়ম ও ব্যবহারের বয়স সম্পর্কে উপকার ভোগীদের ধারণা প্রদান করেন।

উল্লেখ্য ‘বাংলাদেশ ন্যাজ্যারীন মিশন আয়োজিত (আইএইচএলটিএমপি) প্রকল্পের ৭শ জন উপকারভোগীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রকল্পের আওতায় সদর ইউনিয়ন, আশিদ্রোণ ইউনিয়ন, রাজঘাট ইউনিয়ন, কালিঘাট ইউনিয়ন ও সাতগাঁও ইউনিয়নের উপকারভোগীদের মাঝে ৭শ পিস স্যানিটারি ন্যাপকিন ও ৭শ পিস সাবান দেওয়া হয়।’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *