ঢাকা ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
মৌলভীবাজারে দানিয়াল স্যার স্মৃতি সিপিএন ক্রিকেট টুর্নামেন্ট (সিজন-১১) ফাইট ফর হিউম্যানিটি ক্লাবের জার্সি উম্মোচন
প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৩
সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজারে স্মার্ট এলপিজি কদুপুর দানিয়াল স্যার স্মৃতি সিপিএন ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ (সিজন-১১) ফাইট ফর হিউম্যানিটি ক্লাবের জার্সি উম্মোচন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার পৌর মিলনায়তনে ফাইট ফর হিউম্যানিটি ক্লাবে সহ-সভাপতি রফিকুল ইসলাম সিতারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন ২নং ওয়ার্ড কাউন্সিলর আসাদ হোসেন মককু, যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি ও জেলা কর আইনজীবী সমিতির লাইব্রেরি সম্পাদক মোঃ আবু রেজা সিদ্দিকী ইমন, সম্রাট এল.পি.জি কদুপুর প্রতিষ্ঠাতা ও ফাইট ফর হিউম্যানিটি ক্লাবের উপদেষ্ঠা শেখ সোহেল আহমদ সম্রাট, মৌলভীবাজার সিপিএন কোষাধক্ষ্য নিয়াজ খান।
এসময় মৌলভীবাজার সিপিএন এবং ফাইট ফর হিউম্যানিটি ক্লাবের সদস্যবৃন্দ সহ ক্রীড়ামোদী বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।